নতুন ৬টি জাহাজ কিনবে শিপিং করপোরেশন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৫৫

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মোহাম্মদ সাব্বির বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) সামনে রেখে সাংবাদিকদের সাথে নজিরবিহীন মতবিনিময় সভা করেছেন। সভায় জানানো হয়েছে, বিএসসি ছয়টি মাদার ভ্যাসেল কিনবে। বাড়াবে তাদের জাহাজের সংখ্যা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের বিএসসি ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি ইংরেজি জাতীয় দৈনিকের রিপোর্ট অনুসারে, সভায় কমোডর সুমন মোহাম্মদ সাব্বির বলেছেন, দেশের চাহিদা পূরণে বিএসসির বহরে নানা আকার ও ধরনের ৪০ থেকে ৫০টি জাহাজ থাকা দরকার ছিল। নানা সমস্যা, বিশেষ করে তহবিল সঙ্কটের কারণে এটি করা সম্ভব হয়নি। বর্তমানে কোম্পানিটিতে মাত্র আটটি জাহাজ আছে। তাই তারা নতুন জাহাজ কেনার পরিকল্পনা করছেন।

তথ্যমতে, বিএসইসি ছয়টি জাহাজ কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে দুটি মাদার বাল্ক ক্যারিয়ার শিপ, দুটি মাদার ট্যাঙ্কার এবং দুটি মাদার প্রোডাক্টস অয়েল ট্যাঙ্কার।

উল্লেখ, গত ২৩ ডিসেম্বর সর্বশেষ হিসাববছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে বিএসইসি। ওইদিন অনুষ্ঠিত পর্ষদ সভার সিদ্ধান্ত অনুসারে, ২৭ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা। এজিএমের এক সপ্তাহ আগে তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএসসি।

লভ্যাংশ ঘোষণার পরদিন থেকে বাজারে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে বিএসসির শেয়ারের দাম। গত ২৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই শেয়ারের দাম ছিল ৪৯ টাকা। এক মাসের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৩৫ টাকা।

দাম বেড়েছে প্রায় ১৭৬ শতাংশ। তখন থেকে কোম্পানিটি নিয়ে বাজারে ভেসে বেড়াচ্ছে নানা গুজব। ঠিক এমন অবস্থায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের ঘোষণা গুজবকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাছাড়া বিষয়টিকে বিধিবহির্ভূত বলেও মনে করছেন তারা। কারণ বিধি অনুসারে, কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরই কেবল তা প্রকাশ করা যায়। আর সিদ্ধান্তটি সবার আগে জানাতে হয় বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :