বর্ষীয়ান ইসলামি রাজনীতিক জাফরুল্লাহ খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৮:১০ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৮:০৯
মাওলানা জাফরুল্লাহ খান (ফাইল ছবি)

দেশের বর্ষীয়ান ইসলামি রাজনীতিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান (৭১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দুপুরে চট্টগ্রামে একটি মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে গেলে সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

মাওলানা জাফরুল্লাহ খানের লাশ ঢাকায় আনা হচ্ছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার মৃত্যুতে নিজ দল ও ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের অন্যতম ঘনিষ্ঠ সহচর। হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন। পরে দল ভেঙে গেলে তিনি এক অংশের আমির নির্বাচিত হন।

প্রবীণ এই আলেম হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। শেষ জীবনে কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :