নারীর নগ্ন ছবি তুলে প্রতারণা, অভিযুক্ত যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৭

এক নারীর নগ্ন ছবি তুলে এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ফাঁদে ফেলার অভিযোগে খন্দকার সাব্বির আহম্মেদ নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৪। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জানুয়ারি এক নারী ভুক্তভোগী র‌্যাব-৪ কার্যালয়ে পর্নোগ্রাফির বিষয়ে একটি অভিযোগ করেন। এরপর র‌্যাব-৪ এর সাইবার সেল ওই অভিযোগের তদন্ত ও অভিযুক্তকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। গত ২৪ জানুয়ারি রাত ১০টার দিকে র‌্যাবের সাইবার সেলের একটি চৌকস দল মিরপুর মডেল থানার বশির উদ্দিন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুক্তভোগী নারীর বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও, ইমু ও ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশটসহ খন্দকার সাব্বির আহম্মেদ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক খন্দকার সাব্বির আহম্মেদের বরাত দিয়ে র‌্যাব জানায়, সাব্বিরের সঙ্গে ওই নারীর প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। তখন থেকেই ওই নারীর সঙ্গে সাব্বিরের মাঝে মাঝেই ম্যাসেঞ্জারে কথাবার্তা হতো। ধীরে ধীরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকৌশলে তার নগ্ন ছবি এবং ভিডিও ধারণ বা এডিট করেন।

র‌্যাব জানায়, ওই নারীর এসব নগ্ন ছবি, ভিডিও বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাব্বির শারীরিক সম্পর্ক করতে চাপ দিতে থাকেন। ওই নারী বিয়ের কথা বললে তিনি বিভিন্ন টালবাহনা করেন। সাব্বির বিভিন্ন সময় ওই নারীর কাছে টাকা দাবি করেন। টাকা না পেলে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

জিজ্ঞাসাবাদে সাব্বির তার সব অপরাধ স্বীকার করেন বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

এসবির অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :