গুমাণীতে বস্তাভর্তি মানুষের খুলি-হাড়গোড়

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩০

পাবনার ভাঙ্গুড়ায় গুমাণী নদী থেকে বস্তায় ভর্তি মানুষের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের রেলব্রিজের নিচ থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে গ্রামের কয়েকজন কিশোর কৈডাঙ্গা রেলব্রিজের নিচে নদীতে নেমে মাছ ধরছিল। এ সময় এক কিশোরের জালে একটি বস্তা বাঁধে। পরে সে বস্তাটি তুলে নদীর পাড়ে নিয়ে খুললে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় বের হয়। তখন স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে খুলি ও হাড়গোড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মাথার খুলি ও হাড়গোড়গুলো হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যাবে ওগুলো পুরুষ নাকি নারীর। এরপরে অনুসন্ধান করে আরও তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।’

ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :