দিল্লিতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার পরিদর্শনে অভিভূত কিউবার রাষ্ট্রদূত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৩| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮
অ- অ+

ভারতের দিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার দেখে আবেগে অভিভূত হয়েছেন কিউবার নতুন রাষ্ট্রদূত আলেজন্দ্রো সিমানকাস মারিন। সেন্টারে থাকা শেখ মুজিবুর রহমান ও ফিদেল কাস্ত্রোর একটি ছবি দেখে কিউবান দূত জানিয়েছেন তার দেশে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কতোটা জনপ্রিয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির রাইসিনা রোডে প্রেসক্লাব ভবনে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন করা হয়। প্রেসক্লাব অব ইন্ডিয়া এবং নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা এই মিডিয়া সেন্টার গত বছরের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উদ্বোধন করেন।

মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর জীবনের নানাদিক সংবলিত একটি স্থায়ী চিত্র প্রদর্শনী রয়েছে। অন্যান্য স্থিরচিত্রের সঙ্গে সেখানে রয়েছে ১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে বঙ্গবন্ধু ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর একান্ত বৈঠকের আলোকচিত্র।

সেসময় বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে ফিদেল বলেছিলেন, ‘আই হ্যাভ নট সিন দ্য হিমালয়েজ। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পারসোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইজ দ্য হিমালয়েজ। আই হ্যাভ দাজ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অব উইটনেসিং দ্য হিমালয়েজ।’

অর্থাৎ, ‘আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।’

ভারতের সঙ্গে বাংলাদেশেরও দায়িত্বপ্রাপ্ত কিউবান রাষ্ট্রদূত মারিন আলোকচিত্রটি দেখে বলেন, ‘এখানে ফিদেল ও বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু আমাদের দেশে অসম্ভব জনপ্রিয়। যেমন ফিদেল ভারত ও বাংলাদেশেও জনপ্রিয় রাষ্ট্রনেতা।’

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা