কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব হলেন কামাল হোসেন

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. কামাল হোসেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়। আর সেখানে নতুন দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম খান।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএস/জেবি)

মন্তব্য করুন