ফাইভজির নিলাম হচ্ছে ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২২, ২০:১২

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক (ফাইভজি) এর তরঙ্গ নিলাম আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিআরটিসি) নিলামের আয়োজনটি করেছে। চারটি মোবাইল কো্ম্পানি এতে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিআরটিসির ভাইস চেয়্যারম্যান সুব্রত রয় মৈ্ত্র।

সুব্রত রায় মৈত্র বলেন, বিধি অনুযায়ী অতি উচ্চগতির ইন্টারনেট সেবা বা ফাইভজি চালুর লক্ষ্যে এ নিলামের ব্যবস্থা করেছি। নিলামে অংশ নিতে অপারেটরগুলো ইতোমধ্যে টাকা জমা দিয়েছে। রাজধানীর একটি হোটেলে নিলামের আয়োজনটি করা হয়েছে। শুধু ফাইভজি নয়, ফোরজি সেবার মান বাড়াতেও অপারেটররা বাড়তি তরঙ্গ কেনার চিন্তা করছে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফাইভজি নেটওয়ার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের হাত ধরে বাংলাদেশে আনা হয় ফাইভজি।

(ঢাকাটাইমস/২৪মার্চ/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :