ফরিদপুরে পরকীয়ার জেরে যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ২০:০১| আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:৫১
অ- অ+

ফরিদপুরে পরকীয়ার জেরে রাতের আঁধারে টোকাই রানা (৩১) নামে এক যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (প্রশাসন ও অর্থ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলাল উদ্দিন ভূইয়া, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাকিবুল ইসলাম প্রমূখ।

প্রেস ব্রেফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, অস্ত্র আইনসহ ৯ মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে টাকি রিপন (৩২) নামে ওই যুবককে জেলা গোয়েন্দা ও কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা শহরের ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার টাকি রিপন জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এর আগে, গত ২ এপ্রিল পরকীয়ার জের ধরে টোকাই রানাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তার মুখ ও চোখে এসিড নিক্ষেপ করে। এসময় শুচালো ভ্রমর দিয়ে তার দুই চোখ রক্তাক্ত জখম করে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা