মুজিবনগর দিবস: আ.লীগের বিজ্ঞপ্তিটি সংশোধনের অনুরোধ সোহেল তাজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১:১৩ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২২, ১০:৫২

১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালনের বিষয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের প্রকাশ করা বিজ্ঞপ্তি সংশোধন করার অনুরোধ জানিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

শনিবার রাত ১২টা ২ মিনেটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে মুজিবনগর সরকারকে অস্থায়ী সরকার বলা হয়েছে, যা সঠিক নয় বলে উল্লেখ করেন সোহেল তাজ।

সোহেল তাজ তার পোস্টে উল্লেখ করেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালনের লক্ষ্যে আওয়ামী লীগের প্রকাশিত ১৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রথম সরকারকে অস্থায়ী সরকার বলা হয়েছে। এটা ঠিক নয়। এ ভুল সংশোধনের অনুরোধ জানান তিনি।

পোস্টে আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ বেলন, ‘অস্থায়ী সরকার বলে কোনো সরকার ছিলনা- এটা ছিল গণপ্রজতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। বঙ্গবন্ধু ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি (প্রথম রাষ্ট্রপতি) এবং তাঁর অবর্তমানে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ১২ জানুয়ারি বাংলাদেশ সরকার বিশেষ অর্ডিন্যান্স জারি করে। এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং একই সঙ্গে মন্ত্রিসভার ১১ জন সদস্যের নামের তালিকা পেশ করেন। মহান মুক্তিযুদ্ধের পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারই হচ্ছে পরবর্তী সব সরকারের ভিত্তি মূল, তাই এই সরকারকে অস্থায়ী সরকার বলার কোনো সুযোগ নেই।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করতে হবে: স্পিকার

‘নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবে মন্ত্রণালয়’ 

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নানক

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যে সিগারেট বাদে স্বীকৃতি পাচ্ছে যেসব পণ্য

নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :