ঈদে টেলিভিশনের পর্দায় ‘ছিটমহল’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২২, ১৩:৩২

বাংলাদেশ-ভারতের অমিমাংশিত ভূখণ্ডে বসবাসকারী কিছু মানুষের অন্তঃক্ষরণের গল্প নিয়ে নির্মিত ‘ছিটমহল’ সিনেমাটি চলতি বছরের ১৪ জানুয়ারি (শুক্রবার) দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন এইচ আর হাবিব।

‘ছিটমহল’ এই পরিচালকের দ্বিতীয় সিনেমা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, সজল, ডন, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।

নতুন খবর হলো, সিনেমাটি আবারও দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে প্রেক্ষাগৃহে নয়, টেলিভিশনের পর্দায়। ঈদের পঞ্চম দিন সিনেমাটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

সিনেমাটির শুটিং হয় পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। এর গল্পে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। এরপর নানা জটিলতায় থেমে ছিল সিনেমার মুক্তি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :