জয়ের জন্য মোস্তাফিজদের দরকার ১৯৬ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২২, ১৭:৫১

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল এবং দ্বীপক হুদার ফিফটিতে র্নিধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান তুলেছে লখনৌ সুপার জায়ান্টস। ফলে জিততে হলে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের করতে হবে ১৯৬ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক। আউট হওয়ার আগে ১৩ বলে ২৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৬১ বলে ৯৫ রান তুলেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও দ্বীপক হুদা। এ সময় দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। রাহুল নিজের ইনিংসটা কিছুটা বাড়িয়ে নিলেও বেশিদূর এগিয়ে নিতে পারেননি হুদা। ৩৪ বলে ছয় চার এবং একটি ছয়ে করেন ৫২ রান।

এদিকে লোকেশ রাহুল আউট হওয়ার আগে করেন ৭৭ রান। ৫১ বলে খেলা তার এই শৈল্পিক ইনিংসটি চারটি চার এবং ছয়টি ছয়ে সাজানো। এছাড়া মার্কোস স্টোয়নিস ১৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৯ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০১মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :