চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে গ্রেপ্তার

চট্টগ্রামের নগরীর ডবলমুরিংয়ে ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৩ মে) নগরীর ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী সদরের হালদার বাড়ির মৃত হানিফের পুত্র মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, কুমিল্লার লাকসাম থানার রায় গোবিন্দপুরের মৃত বজলুর রহমানের ছেলে মো. জয়নাল আবেদীন ও খাগড়াছড়ির দীঘিনালার রাঙাপানিছরার পূতি চাকমার ছেলে রুপন চাকমা শ্যামল।
(ঢাকাটাইমস/১৪মে/এআর)

মন্তব্য করুন