চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২২, ১১:৫৮ | প্রকাশিত : ২৪ মে ২০২২, ০৮:৫৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হবেন মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে।

এর আগে গত ১৭ মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। পাকস্থলীর সমস্যা নিয়ে তিনি গ্যাস্ট্রোলিভার বিভাগে ভর্তি হয়েছিলেন বলে তখন জানিয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী সোহেল।

ওই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ই মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়। এছাড়া তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত।

পাকস্থলীর সমস্যার কারণে কয়েকদিন ধরে মুখ দিয়ে কিছু খেতে পারছেন না মির্জা আব্বাস। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :