সানিকে ডেকেছিলেন অনুরাগ, কী কথা হলো দুজনের?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২২, ১৬:২০
অ- অ+

সিঁড়িতে বসে আছেন সাবেক কানাডিয়ান পর্ন অভিনেত্রী সানি লিওন। তার কোলে বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। দুজনের মুখের উচ্ছ্বাসই বলে দিচ্ছে ঝুলিতে আছে নতুন কোনো কাজ। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলে আফসোস আছে সানি লিওনের।

তবে সেই সাধ এবার মিটতে চলেছে অভিনেত্রীর। সানিকে অফিসে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কথা হয়েছে। অডিশনও দিয়েছেন সানি। এই খবর অভিনেত্রী জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে।

অভিনেত্রী লিখেছেন, ‘আমার কান এঁটো করা হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে! কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমাকে কাজের সুযোগ দেবেন।’

সানি আরও লেখেন, ‘আমার পেশা-সফর বরাবরই মজাদার, তবে সহজ নয়। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেব কি না! জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। এক লহমায় জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমাযকে পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমায়।’

সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’র মতো ছবিতে অভিনয় করেন।

সানিকে সম্প্রতি ‘এমএক্স প্লেয়ার’ ওয়েব সিরিজ ‘অনামিকা’তে মূল চরিত্রে দেখা গেছে। যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।

(ঢাকা টাইমস/২৯ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা