প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ২২:৩৫
অ- অ+

দিনাজপুরের চিরিরবন্দরে মোস্তাকিম (২০) নামে একজন প্রেমিক প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার কাঁকড়া নদী রেলওয়ে ব্রিজে।

নিহত মোস্তাকিম উপজেলার নান্দেড়াই গ্রামের শিবতলী গ্রামের নতুনপাড়া এলাকার মাহাবুর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মোস্তাকিম সকালে এসে তার প্রেমিকার সঙ্গে দেখা করে। তারা দুজন চিরিরবন্দর কাঁকড়া রেলওয়ে সেতু পাড়ে একে অপরের কাছে বসে গল্প করছিল। এরই এক সময় তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। সে সময় বাজে বিকাল ৩টা, তখন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পৌঁছালে তাৎক্ষনিক সে ঝাঁপ দিয়ে ট্রেনের সামনে পড়ে। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মোস্তাকিম। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মোস্তাকিমের প্রেমিকা জানান, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তার সঙ্গে দেখা করতে আসে মোস্তাকিম। আত্মহত্যা না করতে তাকে বহুবার বলেছে সে। কিন্তু মোস্তাকিম সত্যিই এমনটা করবে- তা কখনো ভাবেনি। সে ট্রেন আসার সময় তাকে প্রাণপণে আটকানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি।

দিনাজপুর রেলওয়ে (ওসি) এরশাদুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ক্যানসার ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায় ভেষজ পাটশাক, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা