নাটোরে ট্রেন লাইনচ্যুত, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নাটোরের লালপুরে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকাল পৌণে ৫টার দিকে আব্দুলপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌণে ৫টার দিকে আব্দুলপুর স্টেশনে লাইনচ্যুত হয়। ইঞ্জিনসহ একটি বগির চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি বিকট শব্দে থেমে গেলেও তেমন কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনার কারণে আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস আব্দুলপুর স্টেশনে এবং একটি মালবাহী ট্রেন আড়ানী স্টেশনে দুই ঘণ্টা থেমে থাকে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার আরো জানান, সন্ধ্যা পৌণে ৭টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি ফেলে রেখে অন্য ইঞ্জিনের সাহায্যে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএ)

মন্তব্য করুন