চালুর দু’দিন পরই বন্ধ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২২, ২২:১৬

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালুর দু’দিন পর আবার বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে ইউনিটটির রি-জেনারেটিভ হিটার নষ্ট হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু বকর সিদ্দিক বলেন, ইউনিটটি চালু করতে প্রকৌশলীরা কাজ করছে। রি-জেনারেটিভ হিটার ঠিক করে ৫ নম্বর ইউনিটটি চালু করতে আরও সাত দিন সময় লাগবে।

এর ফলে চলমান লোডশেডিংয়ের মাত্রা অব্যাহত থাকবে বলেন জানান সংশ্লিষ্টরা।

এর আগে ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় চালু করা সম্ভব হয়নি। তবে সাত দিন পর সেটি চালু করা হয়েছিল। এর দু’দিনের মাথায় আজ ফের উৎপাদন বন্ধ হলো। এতে দেশব্যাপী আগের চেয়ে বেশি লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/ওএফ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :