গরমে অতিষ্ঠ জনজীবন

চাহিদা বেড়েছে তরমুজের, ক্রেতা কম ডাবের

লিটন মাহমুদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, ১৭:৪১| আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৯:২৯
অ- অ+

গরমে অতিষ্ঠ জনজীবন দেশে চতুর্থবারের মতো হিট অ্যালার্ট জারি করেছে আবওহাওয়া অধিদপ্তর এমন তাপপ্রবাহে শরীরে পানির চাহিদা পূরণে অনেকে ডাব এবং তরমুজ কিনতে চাইছেন তবে ক্রেতাদের চাহিদার সুযোগ নিয়ে ডাব তরমুজের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসা্য়ীরা এমন পরিস্থিতিতে তরমুজের দোকানে ক্রেতা বাড়লেও ডাবের ক্রেতা কমেছে

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ভ্রাম্যমাণ দোকানে সরেজমিনে দেখা যায়, আগে যেসব ডাব ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতো সেসব ডাব ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে কিছুটা দাম বেড়ে আকারভেদে প্রতিটি তরমুজ ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, তীব্র তাপদাহে পানি জাতীয় ফলগুলোর চাহিদা বাড়ায় সুযোগসন্ধানী ব্যবসায়ীরা দাম বাড়িছেন অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় গ্রাম থেকে ডাব আসছে না, কারণে দাম কিছুটা বেশি এছাড়া তরমুজের মৌসুম শেষের দিকে জমিতে এখন আর বেশি ফল নেই, যার ফলে বাজারে সরবরাহ কম কারণে তরমুজের দাম বেড়েছে

কারওয়ান বাজারের একাধিক ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন, গরমের মধ্যে পানি জাতীয় ফল মানুষ বেশি খায় এখন বাজারে পানি জাতীয় ফল তরমুজ ডাব তাই তরমুজের চাহিদা বেশি, দামও বেশি তবে গত কয়েকদিনে ডাবের ক্রেতা কমেছে

মগবাজারের ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা আকতার বলেন, ‘পাইকারি থেকেই প্রতিটি ছোট ডাব ৯০ টাকায় কিনতে হচ্ছে সারাদিনে ৩০-৩৫টা ডাব বিক্রি হয় ১০০ টাকার কম বিক্রি করলে লাভ বলতে কিছুই থাকে নাতিনি বলেন, রোজায় প্রতিদিন যে সংখ্যক ডাব বিক্রি হতো এখন তা হচ্ছে না তাপপ্রবাহে মানুষ কষ্ট ভোগ করছে, তবুও ডাবের পানি খাচ্ছে না এই গরমে ডাব না খেলে কখন খাবে? হয়ত বেশি দামের কারণে কম বিক্রি হচ্ছে

ফয়সাল নামে এক ক্রেতা বলেন, প্রচণ্ড গরমে ডাবের পানি কিছুটা স্বস্তি দেয়। কিন্তু ছোট ডাবের দামও ১০০ টাকা। একটা ডাবে দুই গ্লাস পানিও হবে না, তাও একশ টাকা বাধ্য হয়েই কিনতে হচ্ছে

ক্ষোভ প্রকাশ করে ফয়সাল বলেন, বড় ডাব ১৩০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে ডাব এখন বিলাসী পণ্যে রূপ নিয়েছে ডাব এখন বড় লোকের হাতে শোভা পায় ডাব মূলত আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না

রিয়াজ মোল্লা নামে এক তরমুজ বিক্রেতা বলেন, ‘আমরা খুচরা বিক্রেতা গোড়া থেকে দাম বাড়লে আমরা বাড়াই কমলে আমরাও কমে বিক্রি করি এখন আড়ৎ থেকে বেশি দামে কিনতে হয়, বেশি দামে বিক্রি করতে হচ্ছেতিনি বলেন, রোজার মধ্যে ১০০ তরমুজ কিনতে পারতাম ১৮-১৯ হাজার টাকায় আর এখন সেটা কিনতে লাগে ২৫-২৬ হাজার টাকা। কারণ বাজারে এখন তরমুজ নাই। এখন তরমুজ ভালো এবং মিষ্টি বেশি তিন কেজি ওজনের প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায় আর - কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায় বাজারে এখন ২০০ টাকার নিচে কোনো তরমুজ নেই

২৮০ টাকা দিয়ে কারওয়ান বাজার থেকে মাঝারি সাইজের একটি তরমুজ কিনছিলেন আতাহার তিনি বলেন, গরমের কারণে ছেলে-মেয়েরা তরমুজ খেতে পছন্দ করে কিন্তু বাজারে তরমুজের দাম বাড়ছে ঈদের পর তরমুজ কিনেছি পিস হিসেবে এখন কেজি ছাড়া বিক্রি করেন না ব্যবসায়ীরা

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা