‘নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূরণ করুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৯:২৮
অ- অ+

নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূর্ণ করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার বিকালে কুমিল্লার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে এই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে আল্লাহ। এই আওয়ামী লীগ সরকার আর কিছুদিন থাকলে অনেকের মত আপনাকেও জেলখানার স্বাদ গ্রহণ করতে হতো। আল্লাহ আপনাকে সেই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছে। এজন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং জনগণের আশাকে পূরণ করার চেষ্টা করুন।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে জনগণের একটিই আশা, সেটি হল নির্বাচন। তাই তাই দ্রুত নির্বাচন দিয়ে তাদের মনের আশা আপনি পূরণ করুন।’

কায়কোবাদ বলেন, ‘সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের মাধ্যমে বড়লোকদের উপকার হবে গরিবদের কোন উপকার হবে না। আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। সংস্কার ছেড়ে দিন তাদের উপরে, যারা জনপ্রতিনিধি হবে। তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকের সামনে রেখে এই সেই সরকার এগুলো পালন করার চেষ্টা করবে।’

এসময় জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ ভাবে হটিয়েছেন, ঠিক সেই ভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।’

কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর মো. শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।

জনসভা বিকাল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হোন। নেতাকর্মীদের নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিকাল চারটার আগেই পরিপূর্ণ হয়ে পড়ে জনসভাস্থল। জনসভায় উপস্থিত জনতার মধ্যে পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

(ঢাকাটাইমস/০৩মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা