রাজবাড়ীতে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৮:২৭
অ- অ+

রাজবাড়ীতে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রহিম সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে গোয়ালন্দ মোড় এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনালের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুর রহিম সরদারকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, আসামির বাড়ি রাজবাড়ী সদর থানার খানখানাপুর এলাকায়। তিনি মো. জাহাঙ্গীর জাহান সরদারের ছেলে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা