সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৭:৫৯
অ- অ+

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালের চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। তবে ইনডোরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে ফের জরুরি বিভাগে ফিরে আসেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে হামলা চালানো হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ। তিনি জানান, হামলায় ঢাকা থেকে আগত একজন চিকিৎসক আহত হয়েছেন। এ ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাসেবা ব্যাহত হয়।

অভিযোগ অস্বীকার করে সোহেল আহমেদ মানিক বলেন, যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হামলা চালায়। আমি সেখানে থাকলেও ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নই।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা