হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

ল্যাব টেকনিশিয়ান সহ মেডিকেল ইকুইপমেন্ট না থাকার অভিযোগে হবিগঞ্জ শহরের মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে সেনবাহিনী-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এ জরিমানা করেন।
অভিযান সূত্র জানায়, এ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে নানা বয়সী নারী-পুরুষকে। যাদের কাজই হলো সরকারি হাসপাতাল ঘুরে নানা প্রলোভনে রোগীকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা। অভিযানকালে ৩০-৩৫ জনের একটি দালালদের তালিকা পাওয়া যায়।
বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযানকালে জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অনেক ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। অনেকে তাদের এই ফাঁদে পা বাড়ান। পরে উন্নত সেবার নামে পরীক্ষা নিরীক্ষার নামে নানাভাবে খরচ করানো হয় টাকা। তাদের এই ফাঁদে সবচেয়ে বেশি পড়েন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও স্বজনরা।
বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক) দালালের দৌরাত্ম্য রয়েছে সদর হাসপাতালে। অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্য কর্মীদের বিরুদ্ধেও৷
রোগীরা বলছেন, একটি চক্রের কারণে হাসপাতালে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়। ফলে অতিরিক্ত টাকা গুনতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন