ফিলিপসের মারকুটে ব্যাটিংয়ে ঘরের মাঠে সিরিজ হারল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ১০:১৩

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হারল পাকিস্তান। মারকুটে ব্যাটিংয়ে দলের জয়ে বড় অবদান রাখেন গ্লেন ফিলিপস। তার ৪১ বলে ৬২ রানের ইনিংসে ২৮০ রানের টার্গেট টপকে যায় কিউইরা।

শুক্রবার করাচিতে তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারানোর ফলে ২-১-এ সিরিজ জয় করে কিউইরা।

প্রথম ম্যাচে ৬ উইকেটে হারার পর টানা দুই ম্যাচ জয়ে সিরিজ জিতে নিল কেন উইলিয়ামসনের দল। তিনটি ম্যাচই হয়েছে করাচিতে।

পাকিস্তানের হারে বিফলেই যায় ফখর জামানের সেঞ্চুরি। ১২২ বলে ১০১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ২৮০ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন ফখর। মোহাম্মদ রিজওয়ান করেন ৭৪ বলে ৭৭ রান, আগা সালমানের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৪৫ রান। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন ফখর জামান ও রিজওয়ান। পাকিস্তান পায় ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ। টিম সাউদি তিনটি ও লকি ফার্গুসন দুটি উইকেট নেন।

এরপর তিন হাফসেঞ্চুরিতে এই রান তাড়া করে জয় পায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন (৫৩) ও ডেভন কনওয়ে (৫২) ভিত গড়ে দেয়ার পর গ্লেন ফিলিপস ঝড়ো হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। ৪১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করেন তিনি।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :