গোপালগঞ্জে নিখোঁজের ছয়দিন পর মৎস্যজীবীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০০| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৪
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ছয়দিন পর নির্ভসা বৈরাগী (৩২) নামে এক মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের কলিগ্রাম চান্দারবিলে দুর্যোধন বাড়ৈয়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নির্ভসা বৈরাগী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম এলাকার পিংকু বৈরাগীর ছেলে।

পুলিশ জানায়, নির্ভসা বৈরাগী গত ২৫ জানুয়ারি নিজ বাড়ি থেকে বড়শি দিয়ে মাছ ধরতে চান্দার বিলে যায়। তিনি বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। পরে এ বিষয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, মামলা নং-০২/৩৬।

পরে পুলিশ কৃষ্ণনগর এলাকার মৃত ঠান্ডা দাসের ছেলে অরুণ দাসকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, তার ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য গুনা তারের সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে। ওই তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে নির্ভসা বৈরাগীর মৃত্যু হয়। এসময় প্রতিবেশী মিনি বৈরাগীর সহায়তায় মৃতদেহটি দুর্যোধন বাড়ৈয়ের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নির্ভসা বৈরাগীর লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় নিয়ে যায়। অরুণ দাস ও মিনি বৈরাগীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা