বিশ্বকাপ টিকিট নিশ্চিত করল আনচেলত্তির ব্রাজিল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১০:২৬| আপডেট : ১১ জুন ২০২৫, ১০:২৯
অ- অ+

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে টিকিট নিশ্চিত করল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হলো সেলেসাওদের।

বাছাই পর্বের আরও দুটি ম্যাচ আছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সেগুলো এখন পয়েন্ট বাড়িয়ে গ্রুপে অবস্থান নির্ধারক কেবল। হারলেও বিশ্বকাপ মঞ্চ হাতছাড়া হবে না।

মাত্রই কদিন আগে ব্রজিল জাতীয় দলের দায়িত্ব নেন ইতালীয় কার্লো আনচেলত্তি। তার এ যাত্রা শুরু হয়েছিল গোলশূন্য এক ড্র দিয়ে। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচে বলের দখল ও রক্ষণভাগের স্থিরতা থাকলেও আক্রমণে ধার ছিল না ব্রাজিলের।

আজ প্যারাগুয়ের বিপক্ষে অবশ্য আনচেলত্তির শিষ্যরা স্বরূপে ফিরে আসেন। ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল রেখে আক্রমণেও আধিপত্য দেখায় তারা।

প্যারাগুয়ের ৫ শটের জবাবে ব্রাজিল নেয় ১১টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে। এছাড়া আরও দুবার নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের করা একমাত্র গোলেই বিশ্বকাপ মূল মঞ্চে তুলে নেয় ব্রজিলকে।

এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে প্যারাগুয়ে।

কনমেবল অঞ্চল থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে শীর্ষ ছয় দল। বর্তমানে সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার ১৬ ম্যাচে সংগ্রহ ১৮ পয়েন্ট। প্যারাগুয়ে শেষ দুটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ২৪। ফলে ব্রাজিল যদি শেষ দুটি ম্যাচে হারেও তাহলেও তাদের বিশ্বকাপ খেলা একরকম নিশ্চিত।

(ঢাকাটাইমস/১১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা