মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবক মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জের ৪ নম্বর ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিয়া মসজিদের কাছে আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মোশাররফ হোসেন ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মারুফ হাসান জানান, নিহত মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যস্ত ছিলেন। এসময় ইট বোঝাই দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক গাড়ির চালক গাড়িটি রেখে পালিয়ে যান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। লাশ উদ্ধারসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন