সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৭:১৫ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ১৬:০৬

রাজধানীর সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, এখানে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেছেন। তারা কাজ করছেন। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। গ্যাস কিংবা অন্য কোনো কারণে বিস্ফোরণ হতে পারে। আমরা একটি তদন্ত কমিটি করে দেবো৷ তদন্তের মাধ্যমে মতামত দেওয়া যাবে।

পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করেছেন। বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।’

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ হতে পারে। তবে সঠিক কারণটি তদন্ত শেষে বলা যাবে।’

এর আগে সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ এখনো জানা যায়নি।

এদিকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আর আহত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এসএস/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :