লিসবনের সঙ্গে আর্সেনালের ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৬:০৬

উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল স্পোর্টিং লিসবনের সঙ্গেই পেরে উঠল না দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোল ব্যবধোনে। ফলে সেরা আটে জায়গা নিশ্চিত করতে দ্বিতীয় লেগে জয়ের দরকার দুদলেরই।

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ম্যাচের ২২তম মিনিটে উইলিয়াম সালিবার গোলে লিড পায় সফরকারী আর্সেনাল। কিন্তু ৩৪তম মিনিটে গোলটি পরিশোধ করে স্বাগতিক লিসবনকে সমতায় ফিরিয়ে আনেন গনসালো ইনাসিও। মার্কাস এডওয়ার্ডসের কর্নারের ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করেন তিনি।

বিরতির পর ৫৫তম মিনিটে পলিনহোর গোলে এগিয়ে যায় লিসবন। এবারও বলের যোগান দিয়েছিলেন টটেনহ্যাম হটস্পার্সের সাবেক মিডফিল্ডার এডওয়ার্ডস। বক্সের মধ্যে বল পেয়েই সেটি দ্রুত জালে জড়িয়ে দেন পলিনহো।

ম্যাচের বয়স ঘন্টা পার হবার পরপরই আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে আর্সেনাল। ৬২ মিনিটে গ্রানিথ জাকার ক্রসের বল হিদেমাতা মরিতার গায়ে লেগে নিজ জালে জড়িয়ে গেলে ২-২ গোলের সমতায় ফিরে আসে প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা বলেন,‘অ্যাওয়ে ম্যাচে দুটি গোল করে, ড্র নিয়ে বাড়ি ফেরার বিষটি বিবেচনা করলে সেটিকে ইতিবাচক হিসেবেই নিতে হবে। তবে আমরা তাদেরকে (লিসবন) অনেক বেশী সুযোগ দিয়ে ফেলেছি।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :