ক্রীড়াঙ্গনকে পুঁজি করে অন্যায় করলে ব্যবস্থা: অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৭:৩০

ক্রীড়াঙ্গনকে পুঁজি করে কেউ অপরাধ করলে কাউকে ছাড়ও দেওয়া হবে না বলে কড়া হুশিয়ারি দিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

তিনি বলেছেন, কাবাডি বা যেকোনো খেলাধুলায় যাতে কোনো অনিয়ম না থাকে সেটা সবার আগে দেখার দায়িত্ব আমাদের।

মঙ্গলবার দুপুরে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ক্রীড়াঙ্গনকে পুঁজি করে অপকর্মে জড়িত অনেকেই তাদের ব্রান্ডিং করে নিচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত কি না সাংবাদিকদের প্রশ্ন ছিল।

জবাবে অতিরিক্ত আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এটা অবশ্যই উচিত। পুলিশ কর্মকর্তা হিসেবে আমাদের কাজই হলো যেকোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানো।’

‘আমাদের কাবাডিতে বা অন্য কোথাও যদি ক্রীড়াঙ্গনকে পূঁজি করে কেউ অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্মকর্তা হিসেবে বলছি, এখানে আইজিপি স্যারও আছেন; স্যারের অনুমতি সাপেক্ষে বলছি, দেশে আইন রয়েছে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা পুলিশের কাজ। সেটা করা হবে।’

অতিরিক্ত আইজিপি বলেন, ‘যদি কাবাডিতে তেমন কিছু হয়ে থাকে আমরা সবার আগে সেটা পদক্ষেপ নিবো। কারণ, আমরা পুলিশের লোক এখানে কাজ করি। আমাদের এখানে যাতে কোনো অনিয়ত না থাকে সেটা সবার আগে দেখার দায়িত্ব আমাদের।’

এদিকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করল। টুর্নামেন্টে সাতটি ম্যাচের সবকটিতেই জয় পায় বাংলাদেশ।

এর আগে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছিল, বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টটি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। আর এতেই কপাল খুলে যায় বাংলাদেশের। নিশ্চিত হয় বিশ্বকাপে অংশ নেওয়ার।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :