এক সেলফি প্রমাণ করে আমেরিকা শেখ হাসিনাকে কত গুরুত্ব দেয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৫ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৩:৩১

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তুলেছেন, শেখ হাসিনা সেলফি তুলতে যাননি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ‘এটাই প্রমাণ করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটা গুরুত্ব দেয়।’

আমেরিকাকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা উৎসাহ দিচ্ছে, তারা তো নিজের ঘর সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাদের ঘরে কত আগুন। তারা নিজেরাই নিজেদের ঘর সামাল দিতে পারছে না।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক পরিবহন অধিদপ্তরের ১৫০টি সেতু উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ‘বিশ্বের বিস্ময়কর প্রধানমন্ত্রী’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তার হাত ধরে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলে যাওয়া বাংলাদেশ দেখে অনেকে সহ্য করতে পারে না।’

তিনি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তুলেছেন। শেখ হাসিনা তো সেলফি তোলেননি। এই সেলফিতে প্রমাণ করে শেখ হাসিনাকে কতটা গুরুত্ব দিয়েছেন তারা। এখন কত ঘরে, কত আগুন, নিজেদের ঘর সামলাতে পারেন না তারা।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নাকি বিদেশিরা উৎসাহ দিচ্ছে। সেখান থেকে তারা শক্তি জোগাচ্ছে, উৎসাহ পাচ্ছে।’

‘যারা আপনাদের উৎসাহ দিচ্ছে তারাই তো নিজেদের ঘর সামাল দিতে হিমশিম খাচ্ছে’, বিএনপির উদ্দেশে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে বিরোধী দল নেতিবাচক রাজনীতি করে বারবার পতনের দিকেই যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর কবরস্থানে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি পদত্যাগ করতে বলে। কিন্তু কী কারণে পদত্যাগ করবেন? বিএনপি যাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছে তারাই জানিয়েছে বাংলাদেশের ৭০ পার্সেন্ট লোক শেখ হাসিনার পক্ষে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতু ভাঙবে, মেট্রো রেল বন্ধ করে দেবে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পানি ঢেলে দিবে। তাই আমি ফখরুল ইসলাম আলমগীরকে বলছি, ইউরেনিয়াম আপনার মাথায় ঢেলে দেওয়া হবে।’

‘বিএনপি যে কখন কী বলে’-বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আজ সড়ক পরিবহন অধিদপ্তরের চমৎকার ভবন হয়েছে। সড়ক পরিবহন ভবনের সঙ্গে সঙ্গে সড়কগুলো দৃশ্যমান পরিবর্তন হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী হিসেবে রাখতে হবে। সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের সুযোগ দিয়ে লাভ নেই। এদেরকে সুযোগ দিলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি কথা বলেছেন, আমি এই বুড়ো বয়সে নির্বাচন করতে চাই না। কিন্তু নির্বাচন না করলে ট্রাম্প যদি ক্ষমতায় আসে আমেরিকার গণতন্ত্র ও আমেরিকাকে ধ্বংস করে দেবে। একইভাবে আমরা বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমরা কোনো রক্তাক্ত বাংলাদেশ চাই না। আমরা চাই শান্তি। শেখ হাসিনা সেই শান্তি নির্মাণ করে চলছেন।’

দেশের জনগণকে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সবাই আসুন আমরা শান্তির পথে, অগ্রগতির পথে, উন্নয়নের পথে চলি। যেখানে শান্তি-উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে।’ (ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :