ছাত্রদলের শহীদ সাম্যর বাসায় বিএনপি নেতা আঞ্জু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা শহীদ সাম্যর বাবার সাথে দেখা করতে রূপনগরের বাসায় গিয়েছেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাসিদ আঞ্জু।
শহীদ সাম্যর বাবা এবং শোকাহত পরিবারকে সান্তনা দিয়ে তিনি বলেন, “ছাত্রদলের মেধাবী নেতা সাম্য আজ না থাকলেও, সাম্য বেঁচে থাকবে কোটি জাতীয়তাবাদী পরিবারের হৃদয়ে। তিনি সাম্য হত্যার বিচার দাবি করেন এবং পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ৭ নং আঞ্চলিক ওয়ার্ডের সাবেক সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন রানা, রূপনগর থানা যুবদল নেতা হাসান ফয়েজ, ওয়াহিদ সিদ্দিকী, ৭ নং আঞ্চলিক ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম টিটু, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন জনি, জাতীয়তাবাদী সাইবার ইউজার দল, রূপনগর থানার আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী বাবু, সদস্য সচিব মাহমুদুল হাসান রবিন, যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন রোহান , জেরিন প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬মে/এফএ)

মন্তব্য করুন