হঠাৎ করে সাইকেল গায়েব এবং উন্নত দেশের পুলিশ ব্যবস্থা

কাশেম বিন হোসেন
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১০:১৫
অ- অ+

সকালে ক্লাসে যাওয়ার জন্য নিচে গিয়ে দেখি আমার সাইকেল নেই। এখানকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী এই সাইকেল। হঠাৎ করে সাইকেল কোথায় গেল ভাবনায় পড়ে গেলাম। জাপানের মত নিরাপদ দেশে কেউ সাইকেল চুরি করে নিতে পারে এমনটা প্রথমে ভাবিনি। সাইকেলে কখনো তালাও লাগাই না। মনে করেছিলাম এপার্টমেন্টের কেউ হয়তো জরুরী দরকারে নিয়ে গিয়েছে। কিন্তু রাতে ফিরেও যখন দেখি সাইকেল কেউ রেখে যায়নি, তখন দ্রুত যাই পুলিশের কাছে।

পুলিশের কাছে গিয়েই ঘটেছে আরো অবাক করা ঘটনা। গিয়ে দেখি আগে থেকেই তাদের কাছে প্রিন্ট করা আমার নিজের সব তথ্য। আমার ডকুমেন্টস দেখার পর বলল সব মিলে গেছে। তারপর পুলিশ জানালো যে, একজনের বাড়ির কাছে একটি সাইকেল কেউ রেখে গিয়েছে, ওই বাড়িওয়ালা পুলিশকে ইনফর্ম করেছে। সাইকেলের নাম্বারের সূত্র ধরে সাইকেলটি কার সেটি পুলিশ বের করেছে। যেহেতু সাইকেল টি আমার তাই আমার তথ্যই তাদের কাছে প্রিন্ট করা ছিল। আমাকে স্যাটেলাইট থেকে লাইভ ইমেজে আমার এপার্টমেন্টের সামনের চিত্র দেখিয়ে জানতে চাইলো আমার সাইকেল কোথায় ছিল। আর এখন কোথায় আছে সেটিও লাইভ ইমেজে আমাকে দেখালো। অভিযোগ জানানোর ১৫ মিনিটের মধ্যেই তিন চার কিলোমিটার দূরে থাকা সাইকেল পুলিশ নিজেই এনে দিয়ে গিয়েছে‌।

কোন হই-হুল্লোড় নেই, অন্যকে ব্যস্ততা দেখানোর কোন অজুহাত নেই, একেবারে কম মূল্যের এই সাইকেল নিয়েও পুলিশের কোন অবহেলা নেই। এখানে বড় পুলিশ স্টেশনের দেখা পাওয়া কঠিন। ছোট্ট ছোট্ট পুলিশ বক্স আর সেখানে থাকেন ১ থেকে ২ জন পুলিশ। কিন্তু তাদের সিস্টেম এবং দায়িত্ব পালন জাদুর মত। আমার দেশটাও একদিন এমন হবে, স্বপ্ন দেখি।

লেখক: সাংবাদিক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল আজহায় নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ পরামর্শ পুলিশের
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে পরিকল্পনা উপদেষ্টা 
বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আশঙ্কা
এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আমরাই তা একসঙ্গে লিখব: ড. ইউনূস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা