লিভারপুলের শিরোপা জয় উৎসবে গাড়িচাপায় আহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১০:৩৪
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল ২০২০ সালে। করোনাকালে পৃথিবীতে শিরোপাউৎসব করা হয়নি তাদের। এবার পুরো শহর সেজেছিল অলরেডদের লাল রঙে। উৎসবের অংশ হতে সব বয়সী মানুষ নেমে এসেছিলেন রাজপথে। কিন্তু লিভারপুলের লাল রঙের সঙ্গে রক্তও ঝরেছে। বলতে গেলে শিরোপাউৎসবটাই পণ্ড হয়ে গেছে। বেপরোয়া একটি গাড়ি যে লিভারপুল সমর্থকদের ধাক্কা দিয়ে চলে গেছে; কারও কারও গায়ের ওপর দিয়েও দিয়েছে!

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ন্যক্কারজনক এই ঘটনায় চার শিশুসহ অন্তত ৪৭ জন আহত হয়েছেন। এএফপি জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

উত্তর ইংল্যান্ডের লিভারপুল শহরে রোববার বিকেলে হাজারো ভক্ত জড়ো হয়েছিলেন শহরের কেন্দ্রস্থলে, যেখানে শিরোপাজয়ী লিভারপুল ফুটবল দলটি খোলা বাসে বিজয় মিছিল করছিল। তবে সেই আনন্দঘন মুহূর্ত রূপ নেয় আতঙ্কে, যখন একটি ধূসর রঙের মাল্টিপারপাস গাড়ি হঠাৎই ভিড়ের ওপর উঠে পড়ে।

পুলিশ জানায়, তারা ইতোমধ্যেই লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে, যাকে গাড়ির চালক হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলেই ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ৪ জন শিশু। দমকলকর্মীদের সহায়তায় চারজনকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

লিভারপুল শহরের মেয়র স্টিভ রোথারাম জানান, “হাসপাতালে চারজন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

ঘটনার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, মানুষের ভিড়ে বন্ধ থাকা সড়ক দিয়ে দ্রুতগামী একটি গাড়ি সোজা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে কয়েকজন আঘাত পেয়ে আকাশে ছিটকে পড়েন এবং অন্তত চারজন গাড়ির চাকার নিচে আটকে যান। গাড়িটি থেমে গেলে ক্ষুব্ধ ভক্তরা সেটিকে ঘিরে ধরে জানালাগুলো ভাঙচুর করেন, তখন পুলিশ চালককে রক্ষা করতে হিমশিম খায়।

মার্সিসাইড পুলিশের অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, “আমরা ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছি। এ ঘটনায় অন্য কাউকে আমরা খুঁজছি না এবং এটি সন্ত্রাস-সম্পর্কিত কোনো ঘটনা নয়।

ঋতুভিত্তিক ‘স্প্রিং ব্যাংক হলিডে’-তে ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক ভক্ত শিরোপাজয়ী দলের মিছিল দেখতে জড়ো হয়েছিলেন। লিভারপুল দলের খোলা বাস ঠিক ১০ মিনিট আগে সড়কটি অতিক্রম করার পরপরই ঘটে এই দুর্ঘটনা।লিভারপুল সিটি কাউন্সিলের প্রধান লিয়াম রবিনসন বলেন, “এই আনন্দঘন দিনটি একটি মর্মান্তিক ছায়া ফেলে গেল।”

ঘটনার পর উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের নিয়ে যান অ্যাম্বুলেন্সে এবং সড়কে ছড়িয়ে পড়ে ভাঙা জিনিসপত্র। পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করে, যাতে অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে কোনো বিভ্রান্তি না ঘটে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সাবেক চিফ সুপারিনটেনডেন্ট ডাল বাবু জানান, আগে অনলাইনে ধর্মীয় ঘৃণামূলক জল্পনা এড়াতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এর আগে সাউথপোর্টে তিন কিশোরীর হত্যাকাণ্ডকে ঘিরে অনলাইনে প্রচুর গুজব ছড়িয়েছিল, যা সহিংসতায় রূপ নেয়।চেলসি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভিড়ের মধ্য থেকে চিৎকার শুনেই আমরা তাকাই। না তাকালে হয়তো আমাদেরও গাড়ির নিচে পড়তে হতো।”

এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার আগে থেকেই সড়কজুড়ে বিশৃঙ্খলা ও অগোছালো পরিস্থিতি দেখা যাচ্ছিল, পর্যাপ্ত নির্দেশনা বা সাইনেজ না থাকায় দর্শনার্থীরা বিভ্রান্ত ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “এই দৃশ্য মর্মান্তিক। আমি নিয়মিত হালনাগাদ তথ্য পাচ্ছি এবং আহতদের প্রতি আমার সহমর্মিতা রইল।”

লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানায়, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং ঘটনার শিকারদের পাশে রয়েছে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, “এই ভয়াবহ ঘটনার শিকারদের প্রতি আমাদের ভাবনা ও প্রার্থনা রইল।”

(ঢাকাটাইমস/২৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, জরুরি অবস্থা জারি ম্যানিটোবায়
মগবাজারের ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার, যা জানাল পুলিশ
ফেনীতে জনবল সংকটে প্রতিবন্ধী সেবা ব্যাহত হচ্ছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা