ভারতে আবারও বাড়ছে ভয়ংকর করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১২:৫৮| আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:০৬
অ- অ+

ভারতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। গেল কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রাণঘাতী করোনাভাইরাস চীনের উহান থেকে ২০২০ সালের শুরুতেই ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ নামে অতিক্ষুদ্র অদৃশ্য এক ভাইরাস বছরজুড়ে পৃথিবীকে অস্থির করে রেখেছে। এখনো যার ত্রাস অব্যাহত আছে। ক্ষুদ্র্র এই ভাইরাস গত প্রায় ৫ বছর মানুষের জীবনের স্বপ্ন ও পরিকল্পনার অনেক কিছুই চুরমার করে দিয়েছে। প্রাণঘাতী ভয়ংকর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। রাজধানী দিল্লীতে অন্তত ১০৪ জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ২০৯ জন। এছাড়াও গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

অন্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন ।

(ঢাকাটাইমস/২৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন
ঘাটাইলে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ    
নিক্কেই এশিয়াকে সাক্ষাৎকার: পদত্যাগ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা