চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।
স্থানীয় সময় বুধবার বিকালে টোকিও পৌঁছান তিনি।
প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি বিমান নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে স্থানীয় সময় বেলা ২টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জাপানের প্রটোকল প্রধান, ঊর্ধ্বতন জাপানি কর্মকর্তা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানান।
সফরকালে প্রধান উপদেষ্টা ৩০তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আলোচনা করবেন।
এই সফরকালে বিনিয়োগ, জ্বালানি এবং প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল-ট্র্যাকে উন্নীত করার বিষয়েও একটি নোট বিনিময় আশা করা হচ্ছে।
সন্ধ্যায় অধ্যাপক ইউনূস নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া কর্তৃক আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন এবং তারপর বিশিষ্ট জাপানি গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন।
২৯ মে নিক্কেই ফোরামের আগে নিক্কেই ইনকর্পোরেটেডের ঊর্ধ্বতন নির্বাহীরা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ড. ইউনূস ৩০তম নিক্কেই ফোরাম: এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে মূল বক্তব্য রাখবেন, যেখানে তিনি "একটি অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ" বিষয়ে বক্তব্য রাখবেন।
ফোরামে উচ্চপদস্থ অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী, মন্ত্রী, নীতি বিশেষজ্ঞ, পণ্ডিত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টা পরে টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন।
তিনি জাপানের দক্ষ কর্মীবাহিনীর চাহিদা পূরণে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা তুলে ধরে একটি বিশেষ ভাষণ দেবেন।
অধ্যাপক ইউনূস জাইকার সভাপতি ড. তানাকা আকিহিকোসহ জাপানের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গেও বৈঠক করবেন, যেখানে বাংলাদেশে চলমান উন্নয়ন সহযোগিতা এবং জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে।
তিনি নিক্কেই, এনএইচকে, আসাহি শিম্বুন, আসাহি টিভি এবং নিপ্পন টিভির মতো শীর্ষস্থানীয় জাপানি মিডিয়া হাউসগুলোকে একচেটিয়া সাক্ষাৎকার দেবেন।
২৯ মে সন্ধ্যায় তিনি নিক্কেই ফোরাম আয়োজিত একটি নৈশভোজে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ৩০ মে সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক করবেন।
আলোচনা শুরুর আগে অধ্যাপক ইউনূসকে লালগালিচায় স্বাগত জানানো হবে এবং গার্ড অব অনার দেওয়া হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কৃষি সহযোগিতা, মানবসম্পদ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকের পর প্রধান উপদেষ্টা জাপানের বৃহত্তম সংবাদপত্র ইয়োমিউরি শিম্বুনকে একটি বিশেষ সাক্ষাৎকারও দেবেন।
পরে সেদিন অধ্যাপক ইউনূস দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য জেট্রোর সভাপতি কিমুরা ফুকুনারির সাথে দেখা করবেন।
তিনি জাপানি বিনিয়োগকারীদের সাথে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং "বাংলাদেশ ব্যবসায়িক সেমিনার"-এ যোগ দেবেন, যেখানে তিনি বিশ্বব্যাপী সিইও, সামাজিক ব্যবসা সার্কেলের সদস্য এবং উভয় দেশের তরুণ পেশাদারদের সাথে মতবিনিময় করবেন।
সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সোকা বিশ্ববিদ্যালয় বিকেলে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট দর্শকদের উদ্দেশে ভাষণও দেবেন।
প্রধান উপদেষ্টা ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে টোকিও ত্যাগ করবেন। তিনি সেই রাতেই ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮মে/এফএ)

মন্তব্য করুন