গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৪
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন তার বাড়ির গৃহকর্মী।

আব্দুর রশিদ (৫০) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের মিয়াবাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে এবং বক্সগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

মামলা সূত্রে জানা যায়, আব্দুর রশিদের বাড়িতে কাজ করতেন ভুক্তভোগী গৃহকর্মী এবং সেখানেই থাকতেন। সুযোগ পেয়ে আব্দুর রশিদ গৃহকর্মীকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী গৃহকর্মী বলেন, চেয়ারম্যানকে আমি কাকা বলে সম্বোধন করতাম, যখন বাসা ফাঁকা থাকত তখনই উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করতেন। একপর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে চেয়ারম্যান আমাকে বিভিন্ন মানুষের নাম বলেন এবং বিনিময়ে টাকার প্রলোভন দেখান। আমি ৪ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা করি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এ ঘটনায় এলাকায় সামাজিকভাবে একটি শালিশ হয়েছে। সেখানে মেয়েটি তার ভগ্নিপতি এবং আমার গাড়ি চালকের নামে ধর্ষণের অভিযোগ করেছে। একটি কুচক্রি মহল আমাকে জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান বলেন, আমরা তদন্ত করছি। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, এ নিয়ে আদলতে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা