গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:৪২ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:৩৫

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বুধবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির দেওয়া বিবৃতিতে জানানো হয়। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনের জোট গার্মেন্ট শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুরে সহকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ রয়েছেন ২৫ হাজার টাকা মজুরি আন্দোলনের নেতা বাবুল। আশুলিয়ার বাসা থেকে বাবুল সহকর্মীদের সঙ্গে দেখা করতে এবং মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গাজীপুরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে থাকা ফোনটি।

বিবৃতিতে সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, 'আটক করে, গুম করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদেরকে ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে।'

অবিলম্বে বাবুলকে ফিরিয়ে দেওয়া ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আজ দুপুর দেড়টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঢাকা টাইমস/১৫নভেম্বর/কেএ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুকন্যা হওয়ায় শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি: ড. আনোয়ার

১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু

নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

হজ পালনে সৌদি আরব গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :