থেমে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

দিনাজপুরের বিরামপুরে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার রাত সোয়া ১০টার দিকে শহরের ঘাটপাড় এলাকায় দালাল অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক নাজমুস সাকি বলেন, প্রতিদিনের মতো আজও আমি এখানে গাড়ি রাখি। রাত দশটা ৬ মিনিটের দিকে জানানো হয় আমার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ট্রাকের মালিক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন