ভোট দিলেন নৌকার সানজিদা খানম

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম ভোট দিয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে জুরাইনের আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট দেন।
এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন সানজিদা। সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।
আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুবায়ের হাওলাদার বলেন, ৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৪২৯৪ জন। দুই ঘন্টায় ২২১টি ভোট পড়েছে।
তিনি বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না।
এ আসনে প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম নৌকা, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালী আশ, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া, স্বতন্ত্র আওলাদ হোসেন-ট্রাক, মনির হোসেন স্বপন- ঈগল, ইয়াসিন হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি)-হাতঘরি, সালেহ আহমেদ সোহেল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)- ছড়ি, সৈয়দ আবু হোসেন বাবলা (জাতীয় পার্টি)- লাঙল, শাহ আলম (ইসলামি ঐক্য জোট)-মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/টিআই)

মন্তব্য করুন