গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯

গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রবিবার সকাল ৮টা বাজার আগে থেকেই প্রায় কেন্দ্রে ভোটাররা এসে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। ৮টা বাজার সঙ্গে সঙ্গেই ভোটগ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রতিটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। তবে গোপালগঞ্জ-৩ প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়ায় প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনি এলাকায় দায়িত্বে নিয়োজিত আছেন।

গোপালগঞ্জের তিনটি আসনে মোট ভোটার রয়েছে ১০ লাখ ২০ হাজার ৬০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১৮ হাজার ৭৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ১ হাজার ৮৭২ জন। এ নির্বাচনে ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৭ জন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :