পটুয়াখালী-৩

সাবেক বিজিবি প্রধানকে হারিয়ে এসএস শাহজাদা নির্বাচিত

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৩
অ- অ+
(বামে) সাবেক বিজিবি প্রধান লে.জে.(অব.) আবুল হোসেন, (ডানে) এসএম শাহজাদা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এসএস শাহজাদা।

রবিবার রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ২৫০ ভোট।

এর আগে রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
ফিরোজার পথে খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা