পটুয়াখালী-৩
সাবেক বিজিবি প্রধানকে হারিয়ে এসএস শাহজাদা নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এসএস শাহজাদা।
রবিবার রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ২৫০ ভোট।
এর আগে রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন