বেনাপোল বন্দরে ফের শুরু হয়েছে আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:২৮| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩০
অ- অ+

একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এদিন দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও বন্দরের নিরাপওার স্বার্থে একদিন বন্ধ ছিল আমদানি রপ্তানি।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার বেলা সাড়ে ৯টার দিকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৮৯ ট্রাক মালামাল প্রবেশ করেছে বলেও জানান তিনি।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রাবন্দ্র সিংহা জানান, নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বন্দরে যে সকল ভারতীয় খালি ট্রাক আটকা ছিল সেগুলো ভারতে ফিরে যেতে অর্ধদিবস খোলা চিল কাস্টমস কার্গো শাখা।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
ফিরোজার পথে খালেদা জিয়া
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা