বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য সুমন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
সোমবার দুপুরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্টেশনের আধুনিকায়ন করে ঢাকাগামী ট্রেন স্টপেজ, দুই উপজেলায় দুটি পৌরসভা, শিক্ষা-চিকিৎসা সেবার মান উন্নয়ন, মাদক-সন্ত্রাস নির্মূল ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন নতুন এ সংসদ সদস্য।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নির্বাচনি প্রতীক ট্র্যাকে করে বিজয়ের আনন্দ
ভাগাভাগি করতে রাণীনগরের পথে যাত্রা করেন তিনি। এসময় আত্রাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু আকন্দ, শহিদুল ইসলাম বাবু, সাজেদুল ইসলাম সেন্টু ও জয়নাল আবেদিনসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন