ইসির সংশোধিত বিজ্ঞপ্তি: আ.লীগের ২২২, স্বতন্ত্রের ৬২ ও জাপার ১১ আসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:৪১| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২২:১৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয়ভাবে ২২২টি আসনে জয়লাভ করে সংসদে নিরঙ্কুশভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১১টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি (সৈয়দ ইব্রাহিম) ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৬২ আসনে। এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনি বৈতরণি পার হয়েছেন জাসদ ও ওয়ার্কার্স পার্টির দুই প্রার্থী। সব মিলিয়ে নৌকার আসন ২২৪টি।

সোমবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

৩০০ আসনের মধ্যে নির্বাচন হওয়া ২৯৯ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় ইসি জানায়, মোট ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা না হওয়া দুটি আসনের একটি নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ বন্ধ ছিল এবং ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। এরমধ্যে নওগা-২ আসনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি এবং স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ হবে আগামী ১৩ জানুয়ারি।

এর আগে সোমবার দুপুর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেলেন, ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২২৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল নৌকা প্রতীক নিয়ে একটি করে আসনে জয়ী হয়েছে। অর্থাৎ নৌকা প্রতীকে জয়লাভ করেছেন মোট ২২৫ জন প্রার্থী। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৬১টি আসনে। সংশোধিত ফলাফলে আওয়ামী লীগের একটি কমে স্বতন্ত্রে একটি আসন বেড়েছে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা