ঢাকা-৬

স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে বিশাল ভোটের ব্যবধানে সাঈদ খোকনের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ২২:৫৭| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:০৩
অ- অ+
মোহাম্মদ সাঈদ খোকন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আসনটিতে নৌকা প্রতীকে সাঈদ খোকন পেয়েছেন ৬১ হাজার ৭০৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিনার প্রতীকে রবিউল আলম মজুমদার পেয়েছেন ১ হাজার ১১৩ ভোট।

রবিবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন। বলেন, ঢাকা-৬ আসন থেকে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন ৬১ হাজার ৭০৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আসনটিতে সাইকেল প্রতীকে সৈয়দ নাজমুল হুদা পেয়েছেন ৪১৮ ভোট, ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট, মাছ প্রতীকে মো. আমিনুল ইসলাম সরকার পেয়েছেন ৩০১ ভোট, সোনালী আঁশ প্রতীকে কাজী সিরাজুল ইসলাম পেয়েছেন ২৭৯ ভোট এবং আম প্রতীকে আবু হামিদুল রেজা খান ভাসানী পেয়েছেন ২৮৪ ভোট।

এর আগে রবিবার বেলা ১২টার দিকে বংশালের নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাঈদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন- মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা ও অররা সাঈদ ছাড়াও দলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা