স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা

টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
সোমবার রাতে মন্ত্রীর বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন মতিঝিল গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ, লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান, ওয়ারী বিভাগের ডিসি মো. আ. আহাদ, উত্তরা বিভাগের ডিসি মো. আকরামুল হোসেন, রমনার ডিসি মো. হুমায়ুন কবীর ও গুলশানের ডিসি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য মন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান এবং কুশলাদি বিনিময় করেন।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খান কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল প্রতীকের খোরশেদ আলম পান ২ হাজার ২১৯ ভোট।
তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। এই আসন থেকে চারবার নির্বাচিত হলেন আসাদুজ্জামান খান কামাল। ২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে আবারও তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন