যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫ 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫১
অ- অ+

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) শহরের বড়বাজার এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।

নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা এ লিফলেট বিতরণ করছিলেন বলে জানা গেছে।

বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে ৭ জানুয়ারির। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি অব্যহত রেখেছেন।

এ কারণেই জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জনগণকে ধন্যবাদ লিফলেট বিতরণ করছিলেন তারা।

এ সময় পুলিশ কোনো উসকানি ছাড়াই আকস্মিক লাঠিচার্জ শুরু করে। এতে দলটির অন্তত১০/ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তারা।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা