যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) শহরের বড়বাজার এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।
নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা এ লিফলেট বিতরণ করছিলেন বলে জানা গেছে।
বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে ৭ জানুয়ারির। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি অব্যহত রেখেছেন।
এ কারণেই জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জনগণকে ধন্যবাদ লিফলেট বিতরণ করছিলেন তারা।
এ সময় পুলিশ কোনো উসকানি ছাড়াই আকস্মিক লাঠিচার্জ শুরু করে। এতে দলটির অন্তত১০/ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তারা।
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এআর)

মন্তব্য করুন