দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী
সর্বোচ্চ ভোট মোহাম্মদ আলীর, দ্বিতীয় ওবায়দুল কাদের, তৃতীয় একরাম

ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত নোয়াখালী জেলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয় আসনের প্রত্যেকটিতে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ও সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। তিনি পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ছিল এক লাখ ৮৭ হাজার ৭৭৯ ভোট।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পেয়েছেন এক লাখ ৮১ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে ৯ হাজার ৭০২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ছিল এক লাখ ৭১ হাজার ৫৭৯ ভোট।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮১ হাজার ১৯১ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের স্বাক্ষর করা ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা আলী। এবার আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান আয়েশা আলী।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন