নির্বাচনে সীমার চেয়ে সাড়ে ১১ গুণ বেশি খরচ করেছেন আ.লীগের প্রার্থীরা: টিআইবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৩
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত সীমার প্রায় সাড়ে ১১ গুণ বেশি খরচ করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বুধবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ছিল ১৯৭৯ জন। এর মধ্যে ২২ শতাংশের অধিক স্বতন্ত্র (৪৪৬)। সব চেয়ে বেশি ব্যবসায়ী (৫৭ শতাংশ) এবং উল্লেখযোগ্য সংখ্যক কোটিপতি (১৬৪) জন।

নির্বাচনে অংশগ্রহণকারী ১৭০ জন প্রার্থীর নামে মামলা রয়েছে বলেও জানিয়েছে টিআইবি। এছাড়া আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করেছেন- এমন অভিযোগও উঠেছে। এছাড়া ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় টিভির একচেটিয়া ব্যবহার করেছে।

টিআইবি জানায়, নির্বাচনের বাজেট ১৪৪৫ কোটি টাকা হলেও তা বেড়ে ২২৭৬ কোটিতে দাঁড়ায়।

সংস্থাটি জানায়, আওয়ামী লীগ মনোনীত শতভাগ প্রার্থী কোনো না কোনো নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ২৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কমিশন থেকে বেঁধে দেওয়া নির্বাচনি ব্যয় থেকে ১১ দশমিক ৪৫ গুণ বেশি খরচ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিজয়ী প্রার্থীরা গড়ে ৩ কোটি ৯ লাখ ৫৬ হাজার ৪৩৮ টাকা খরচ করেছেন। সর্বোচ্চ খরচ করেছেন এক প্রার্থী ৩৮ কোটি ৭৭ লাখ ১০ হাজার ১৪৪ টাকা আর সর্বনিম্ন ১৬ লাখ ৪৫ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/টিআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা