নবনির্বাচিত তিন এমপিকে ফেনীর রিক্রুটিং এজেন্সি মালিক সমিতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬
অ- অ+

ফেনীর জেলার নবনির্বাচিত তিন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম, নিজাম উদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন ফেনীর রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি।

সোমবার রাজধানীর অভিজাত হোটেলে ফেনীর নবনির্বাচিত তিন এমপির হাতে সংবর্ধনার স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফেনী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বলেন, 'রেমিট্যান্স দেশের বড় শক্তি, অন্য কোনো ক্ষেত্র থেকে এতো পরিমাণ রেমিট্যান্স আসে না। তবে, এটা আরও বাড়ানো দরকার। এ মুহূর্তে এটা খুব প্রয়োজন। নিজেদের জায়গা থেকে এ সেক্টরকে এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন বলে জানান।'

ফেনীর-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম বলেন, 'সত্যিকার অর্থে এ সেক্টরের লোকজন দেশের জন্য অনেক করছে। দেশের অর্থনীতিকে সচল রাখছেন প্রবাসীরা। '

তিনি আরও বলেন, 'গত ১৫ বছরে ডিজিটাল কর্মে অনেক আগালেও আমরা বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে এখনো এনালগ পদ্ধতিতে পড়ে আছি। এটা পরিবর্তন আনতে পারলে আরো বেশি রেমিট্যান্স আনা সম্ভব।'

নাসিম বলেন, 'রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত টাকা নিচ্ছে না, কিন্তু মধ্যস্বত্বভোগীরা যে নিচ্ছে না, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তাই মাঝখানের ঐ মাধ্যমগুলোকে অ্যাভোয়েড করে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে।'

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, 'দলবাজি করে ফেনীর সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাই দলের বাহিরে চিন্তা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফেনী জেলার মানুষের জন্য কাজ করে যেতে হবে।'

অনুষ্ঠানে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, 'শুধু এই সেক্টরই বাংলাদরশকে স্বনির্ভর করতে পারে। তাই এই সেক্টরে সরকারের নজর দেবার অনুরোধ করেন তিনি।'

তিনি আরও বলেন, 'অভিবাসন ব্যয় রিক্রুটিং এজেন্সির হাতে নেই। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়েছে। অথচ, দায় চাপানো হয় রিক্রুটিং এজেন্সির উপর।'

ক্ষোভ প্রকাশ করে রুহুল আমিন স্বপন বলেন, 'বিদেশে নিয়োগ কর্তা বেতন ও থাকার জায়গা না দিলে এজেন্সিকে ধরা হয় লাইসেন্স বাতিল করা হয়। আসলেই কি এই দায় এজেন্সির? দূতাবাসের কর্মকর্তারা যাচাই বাছাই করেই নিয়োগ অনুমতি দেয়া হয়। তাহলে দায় কেন এজেন্সির।'

এদিন ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের মিলন মেলার আয়োজন করা হয়। আয়োজন ছিল সাংস্কৃতিক সন্ধ্যারও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল আমিন ভুঁইয়া বাদশা এবং সঞ্চালনা করেন রবিউল ইসলাম রবিন, আল-ইসলাহ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মুফতি সানাউল্লাহ, নয়ন ওভারস এর ম্যানেজিং ডিরেক্টর, আব্দুল আহাদ নয়ন,

আল আজির ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান, মো. ইকবাল হোসেন শাহীনসহ ঢাকাস্থ ফেনী জেলার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কর্ণাধারসহ বায়রার সাবেক ও বর্তমান নেতারা।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা